বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img

মানিকগঞ্জ সদর ও দৌলতপুর উপজেলায় পৃথক দুটি হত্যা মামলার রায়ে চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা ও জজ আদালত।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর)  দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন। 


বিজ্ঞাপন


সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মানিকগঞ্জ পৌরসভার খাগড়াকুড়ি এলাকার ব্রজেন্দ্র মন্ডলের ছেলে রঞ্জিত কুমার মন্ডল এবং দৌলতপুর উপজেলার উলাইল এলাকার মৃত সাহেব আলীর ছেলে কফিল উদ্দিন তার ভাই আওলাদ হোসেন এবং একই এলাকার তৈমুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন।

আদালত এবং মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালে মানিকগঞ্জ পৌরসভার খাগড়াকড়ি এলাকার স্বরস্বতী হত্যা মামলায় পলাতক রঞ্জিত কুমার মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ত্রিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয় । দোষ প্রমানিত না হওয়ায় এ মামলায় অপর আসামি আতোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অপরদিকে ২০১০ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল এলাকার বিথী আক্তার হত্যা মামলায় মৃত সাহেব আলীর ছেলে কফিল উদ্দিন তার ভাই আওলাদ হোসেন এবং একই এলাকার তৈমুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থন্ড অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দোষ প্রমানিত না হওয়ায় এ মামলা থেকে অপর আসামি হেলালকে অব্যাহতি দেওয়া হয়।

এ মামলার রায়ে দুটির রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মথুর নাথ সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী (দৌলতপুর) অ্যাডভোকেট আজিজুল হক ও (সদর) অ্যাডভোকেট একেএম কায়সার উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub