দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের টহল দিচ্ছে বিজিবি।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে জেলা শহরে আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল থেকে ককটেল ও আতশবাজি ফোটানো হয়েছে।
বিজ্ঞাপন
মিছিলে উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাবেক আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, সাবেক যুবলীগ নেতা মাহবুবুল হক মাহবুব, জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একই সময়ে সদর উপজেলার ভবানীগঞ্জের চৌরাস্তা বাজার এলাকায় মশাল মিছিল বের করে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে তফসিল ঘোষণাকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যরা টহল দিচ্ছে। রাত ৮ টা পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রতিনিধি/একেবি

