সামাজিক ও পারিবারিক বাধা অতিক্রম করে নিজ নিজ ক্ষেত্রে সফল চট্টগ্রামের পাঁচ নারীকে ‘শ্রেষ্ঠ জয়িতা’ পুরস্কার দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
জয়িতা সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এসময় তিনি নারীর উন্নয়ন ও বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন।
শেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন যারা, চট্টগাম বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরীতে কুমিল্লা সদরের নাসিমা আক্তার, শিক্ষা ও সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে বান্দরবান সদরের সাইং সাইং উ, সফল জননী ক্যাটাগরীতে ব্রাহ্মণবাড়িয়ার খোশনাহার বেগম, নির্যাতনের বিভীষিকা ভুলে নতুন উদ্যেমে জীবন শুরু করা ক্যাটাগরীতে নোয়াখালীর সদরের নুরজাহান বেগম রিনি ও সমাজ উন্নয়নে অসমান্য অবদান রাখা ক্যাটাগরীতে রাঙ্গামাটির বিলাইছড়ির নিরোদা বালা চাকমা জয়িতা পুরস্কার পেয়েছেন।
চট্টগ্রাম বিভাগীয় কশিনার মো. আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান।
এতে অন্যানের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক ফরিদা পারভীন ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।

