রংপুরের কাউনিয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোর ধাক্কায় রিহান (৬) নামের এক শিশুর নিহত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রিহান কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজদর্পা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেপামধুপুর ইউনিয়নের লাল মসজিদ সংলগ্ন এলাকায় কাউনিয়া-ভায়ার হাট সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি ব্যাটারিচালিত অটো ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু রিহান।
কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, বিষয়টি খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, ঘাতক অটো ও চালককে আটকের। আমরা ইতোমধ্যে সবস্থানে বার্তা পৌঁছে দিয়েছি। ঘাতক অটোচালক পার পাবে না কোনোভাবেই।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস