মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

নরসিংদীতে বিএনপির মশাল মিছিল

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের সমর্থনে বেলাবতে মশাল মিছিল করেছে বিএনপির নেতা কর্মীরা।

রোববার (১২ নভেম্বর) রাতে নরসিংদী জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের সমর্থকরা উপজেলার মরজাল-পোড়াদিয়া হালদা ব্রিজ সংলগ্ন সড়কে মশাল মিছিল বের করেন।


বিজ্ঞাপন


মিছিলটি উপজেলার মরজাল-পোড়াদিয়া হালদা ব্রিজ সংলগ্ন সড়কে মশাল জ্বালিয়ে মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটিতে সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিছিলে উপস্থিত ছিলেন- বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিল উল্লাহ তপন, নরসিংদী জেলা যুবদলের সদস্য ও বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন ফকির রাজ, বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুর রহমান রাহাত, বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, বেলাব উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, ছাত্রনেতা মোফাজ্জল হোসেন, তারেক ফকিরসহ প্রমুখ।

বেলাব থানা ওসি তদন্ত ফরিদ উদ্দিন খাঁন বলেন, বেলাবতে বিএনপির মশাল মিছিল বিষয়ে কোনো তথ্য পাইনি। যদি হয়ে থাকে চুরাগোপ্তাভাবে হতে পারে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন