বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিলেটে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম

শেয়ার করুন:

loading/img

সিলেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ থেকে জেলা যুবলীগের শোভাযাত্রাটি বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এরপূর্বে দুপুর ২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মহানগর যুবলীগের আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।


বিজ্ঞাপন


জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের সঞ্চালনায় শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

 এসময় পৃথকভাবে বক্তারা বলেন, যুবলীগ একটি সুসংগঠিত শক্তিশালী সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সঙ্গে রয়েছে। তিনি বলেন, বিএনপি-জামায়াতসহ সকল দেশী-বিদেশী ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সিলেট যুবলীগই যতেষ্ট। আগামী নির্বাচনে যুবলীগের বলিষ্ট নেতৃত্বে প্রমাণ হবে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসকে যুবলীগ কখনো ভয় করে না। সকল অগ্নিসন্ত্রাসকে মোকাবেলায় আওয়ামী লীগের সাথে যুবলীগ অতীতের ন্যায় মাঠে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন