কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, যে আওয়ামী লীগের জন্ম দিয়েছি, আমি সেই আওয়ামী লীগ করি না। আমি বঙ্গবন্ধু দলের মানুষ, বঙ্গবন্ধু আমার নেতা। কিন্তু আমি এই আওয়ামী লীগ করি না। এই আওয়ামী লীগ খুঁজলে অনেক ঘুষখোর পাওয়া যাবে। পুলিশের চাকরি, পিয়নের চাকরি দিয়েও টাকা নেয়।
শনিবার (১১ নভেম্বর) বিকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলার শহীদ মিনার মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
কাদের সিদ্দিকী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনারে অনেক মানুষ ভালোবাসে। আপনি ভোট চুরির এই চোরদের বোঝা নিবেন না। এই চোরদের জন্য বদনামী হয়েন না। আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি সেই ভাবেই থাকেন, আপনি চোরের নেতা হয়েন না। আওয়ামী লীগ তারাই সব, নৌকা দিলেই পাশ। এবার আমি একটু দেখতে চাই? নৌকা দিলে কেমনে ফেল করা যায়। এটাও একটু দেখতে চাই।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন—এখন দেশে পানি নাই, তাই নৌকারো তেমন কাজ নাই। আর ধানের শীষ। ২৮ অক্টোবর পর্যন্ত তারা ভালই ছিলো। ২৮ তারিখের পর থেকে তারা জ্বালাও পোড়াও করছে। একটি রাজনৈতিক দল, তার যদি নিয়ন্ত্রন না থাকে তবে দেশের মানুষ তাদের কাছ থেকে কি পাবে?
তিনি বলেন, তারেক জিয়াকে বলেছি দেশে এসে তার মায়ের সেবা করার জন্য। সে যদি নিজের মায়ের জন্য এই ঝুকি নিতে না পারেন। তবে অন্যের মায়ের জন্য, সন্তানের জন্য কি করতে পারবেন।
সম্প্রতি অনুষ্ঠিত উপনিবার্চনকে ইঙ্গিত করে কাদের সিদ্দিকী বলেন—নিবার্চনে সমানতালে শুধু সিল মারছে। এভাবে সিল দিলে ভোটারের দরকার কি? আর যদি ভোটারের কোনো দরকার না থাকে তাহলে কিন্তু আপনাদের উপায় নাই। এবার ভোট ছাড়া যদি আপনারা নৌকা মার্কা নিতে চান তাহলে মার্কা কিন্তু জ্বইলা পুইড়া ছাড়খার হয়ে যাবে।
বিজ্ঞাপন
কৃষক শ্রমিক জনতা লীগের বাসাইল উপজেলা শাখার সভাপতি ও পৌর মেয়র রাহাত হাসান টিপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সরকারি সাদত কলেজের সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দীকী, টাঙ্গাইল জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সালেক হিটলু, বাসাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান সিদ্দীকী, সখিপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন সজীবসহ প্রমুখ।
প্রতিনিধি/একেবি

