রাজশাহী রাজশাহীর বাঘায় মোটরসাইকেল যন্ত্রাংশ বিক্রির এক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১১ নভেম্বর) ভোররাতে বাঘা বাজারের জিরো পয়েন্ট এলাকায় হোন্ডা মোটর ইউনিট নামে এক দোকানে এ ঘটনা ঘটে। এতে একটি মোটরসাইকেল পুড়ে ভস্ম হয়ে গেছে।
বিজ্ঞাপন
দোকানের মালিকের নাম শামীম আহম্মেদ। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষকতা করেন।
শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় ক্ষতিগ্রস্থ শামীম আহম্মেদ বলেন, শুক্রবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় আসি। কিন্তু দিবাগত গভীর রাতে আমাদের নৈশ প্রহরী দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। এ অবস্থায় তিনি ফোনে বিষয়টি আমাকে জানান। পরে গিয়ে দেখি দোকানে আগুন জ্বলছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে আমরা খবর দেই। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসতে আসতে একটি মোটরসাইকেল পুড়ে ভস্ম হয়ে যায়।
শামীম আহম্মেদ জানান, তাদের দোকানের পেছনে রয়েছে ফোমের গোডাউন। আগুনে গোডাউনের ফোমসহ দোকানের সার্টার পর্যন্ত পুড়ে গেছে। ফোমসহ ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান শামীম আহম্মেদ।
এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানের মালপত্র পুড়ে যায়। তবে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণ না করলে আশপাশের সব দোকান পুড়ে যেত। বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, আগুন লাগার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিনিধি/এসএস