শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ২ লাখ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর জি আর ডিগ্রি কলেজের পাশ্ববর্তী ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল এই অর্থদণ্ড দেন।


বিজ্ঞাপন


ইউএনও তৃপ্তি কণা মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশ অমান্য স্থানীয় আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন নামের এক ব্যক্তি দীর্ঘদিন বালু উত্তোলন করে আসছিলেন। বারবার সতর্ক করার পরেও কর্ণপাত না করে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন কাজ অব্যাহত রাখেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় রায়গঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর