বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

পদ্মায় জেলের জালে ১৩ কেজির পাঙাশ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ০৯:১২ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে কহিনুর শেখ নামে এক জেলের জালে ১৩ কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চকরাজাপুর এলাকায় পদ্মা নদীতে মাছটি তার জালে উঠে।


বিজ্ঞাপন


জেলে কহিনুর শেখ বাঘার চকরাজাপুর ইউনিয়নের কালিদাশখালী চরের আমবাগান এলাকার রশিদ শেখের ছেলে।

কহিনুর শেখ বলেন, আমি পদ্মায় নিয়মিত মাছ ধরি। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরেও মাছ ধরতে যাই। এসময় বিশাল আকৃতির পাঙাশ মাছ উঠে আমার জালে। মাছটির ওজন হয় ১৩ কেজি।

পরে মাছটি স্থানীয় করম আলী ব্যাপারীর কাছে ১১ হাজার টাকায় বিক্রি করেছেন বলে জানান কহিনুর শেখ। করম আলী ব্যাপারি জানান, মাছটি তিনি ঢাকায় বড় পার্টির কাছে বিক্রি করবেন।

স্থানীয় জেলে সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান বলেন, এখন পদ্মায় ইলিশের তেমন দেখা মেলেনি। তবে অন্য মাছ পাওয়া যাচ্ছে। মঙ্গলবার পাঙাশ মাছটি পেয়ে খুশি জেলেরা। দামও ভালো পেয়েছেন তারা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন