সুনামগঞ্জে তাহিরপুরে শিশু তোফাজ্জলকে (৭) অপহরণ করে মুক্তিপণের দাবি করা টাকা না দেওয়ায় বস্তাবন্দি মরদেহ পাঠানোর মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রাজজ আদালত।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি তাহিরপুর উপজেলার বাশতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সারোয়ার হাবিব রাসেল।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা ও দায়রাজজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ জানুয়ারি তাহিরপুর উপজেলার বাশতলা গ্রামের জোবায়ের হোসেনের শিশু ছেলে মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তোফাজ্জল হোসেন বিকেলে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন নিখোঁজ শিশু তোফাজ্জলের একটি জুতা ও একটি চিঠিতে ৮০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে চিঠিটি শিশুটির বাড়ির সামনে রেখে যায়। এর দু’দিন পর ১১ জানুয়ারি ২০২০ সালে শিশু তোফাজ্জল একটি বস্তাবন্দি মরদেহ আসামির বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। পরে নিহত শিশুর বাবা বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ বিচারকার্য শেষে আদালত আজ আসামি সারোয়ার হাবিব রাসেলের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা ও দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. খায়রুল কবির রুমেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস