শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

দেওয়ানগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

জামালপুরের দেওয়ানগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিপন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়ছে।

সোমবার (৬ নভেম্বর) উপজেলার দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়কের মধ্য কাজলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শিপন পূর্ব কাজলাপাড়া গুচ্ছ গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিপন অল্পদিন আগে মোটরসাইকেল চালানো শিখেছেন। অন্যের মোটরসাইকেল নিয়ে মন্ডল বাজার থেকে দেওয়ানগঞ্জ যাওযার জন্য রওনা হলে পথিমধ্যে মধ্যকাজলা পাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিপনের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, শিপন মাত্র নতুন মোটরসাইকেল চালানো শিখেছেন। সে মোটরসাইকেল চালিয়ে মধ্য কাজলাপাড়া মোড়ে আসার পর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর ব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকায় শিপনের মরদেহ তার স্বজনদের দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন