জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৬৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে সেই মাছটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) সকালে বিক্রির জন্য মাছটি সরদারপাড়া বাজারে নিয়ে আসেন জেলা বাদশা মিয়া।
বিজ্ঞাপন
বাদশা মিয়া উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
বাদশা মিয়া বলেন, গতকাল রাতে যমুনা নদীতে ৬৩ কেজি ওজনের এই বাঘাইড় মাছটি আমার জালে ধরা পড়ে। মাছটি অনেক বড় হওয়ায় কোনো ক্রেতা পাওয়া যায়নি। পরে মাছটি কেটে বিক্রির সিদ্ধান্ত নেই। এরপর প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা করে বিক্রি হয়। মাছটি বিক্রি করে মোট ৭৫ হাজার ৬০০ টাকা পেয়েছি।
মাছ কিনতে আসা ক্রেতা জমসেদ মিয়া জানান, মাছটি অনেক বড়। নদীতে এখন এত বড় মাছ খুব একটা দেখা যায় না। আজ বাজারে এত বড় মাছ দেখে অনেক মানুষ ভিড় করে। আর নদীর মাছ খেতেও অনেক সুস্বাদু হয় তাই তিনিও ১ কেজি মাছ কিনেছেন বলে জানান।
প্রতিনিধি/এসএস