কিশোরগঞ্জের কটিয়াদীতে ছোটভাই মাসুদ উদ জামানকে হত্যার দায়ে বড়ভাই নজরুল ইসলাম বিপ্লবকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
বিজ্ঞাপন
মৃত্যুদণ্ড ছাড়াও আসামি নজরুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত নজরুল কাটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সাবেক পুলিশ সদস্য নূরুজ্জামানের ছেলে।
আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা গেছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত নজরুল ইসলাম তার স্ত্রীর সঙ্গে ছোটভাই মাসুদের পরকীয়া সম্পর্কের রয়েছে বলে সন্দেহ করতেন। এর জেরে ২০১৮ সালের ২০ এপ্রিল বিকেল বেলায় বসতঘরে প্রবেশ করে ঘুমন্ত মাসুদকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
মুমূর্ষু অবস্থায় তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। হামলায় মাসুদের স্ত্রী ও বাবাও আহত হন।
বিজ্ঞাপন
এ ঘটনার দুদিন পর ২২ এপ্রিল নিহতের স্ত্রী নিপা বেগম বাদী হয়ে নজরুল ইসলামকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ নজরুলকে গ্রেফতার করে। পরে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
তদন্ত শেষে ২০১৮ সালের ৮ আগস্ট একমাত্র আসামি নজরুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক মো. নূরুল ইসলাম। দীর্ঘশুনানির পর আজ আদালতের বিচারক নজরুলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
প্রতিনিধি/এসএস