শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাধবপুরে গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

মাধবপুরে গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে বন্যা আক্তার নামে এক নাবালিকার বধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েটির বাবার দাবি শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে বন্যা আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতনদের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


বন্যা আক্তার মাধবপুর উপজেলা শাহজাহানপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের সানু মিয়ার মেয়ে এবং তেলিয়াপাড়া গ্রামের তানিন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে সাড়ে দশটায় বন্যা আক্তার স্বামীর বাড়িতে শোবার ঘরে দরজা জানালা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়া আত্মহত্যা করেন।

স্বামী বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতর বাবার দাবি শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে বন্যা আত্মহত্যা করেছে।


বিজ্ঞাপন


তেলিয়াপাড়ার পুলিশ ফাঁড়ির এসআই রতন লাল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মাধবপুর থানা একটি আত্মহত্যার অভিযোগ করেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর