বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিলেটে অবরোধ: পিকেটিংকালে গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ০৭:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে সিলেটের বিভিন্ন সড়কে বিক্ষিপ্তভাবে পিকেটিং করেছেন নেতাকর্মীরা। এসময় পিকেটিংকালে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক জলকরকান্দি এলাকায় একটি খাদ্যপণ্যবাহী পিকআপ ভ্যানে পিকেটাররা ইট-ঢিল ছুঁড়ে গতিরোধ করে। পরে পেট্রোল বোমা নিক্ষেপ করে।


বিজ্ঞাপন


এসময় গাড়ির সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে দু’জনকে গ্রেফতার করে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকেটিংকালে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সব ধরনের সহিংসতা রোধে আমরা মাঠে রয়েছি।

এর আগে সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ইট ছড়িয়ে-ছিটিয়ে পিকেটিং করেন নেতাকর্মীরা। উপজেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের ১৫-২০ জন নেতাকর্মী রাস্তার পাশে রাখা মানুষের ইট নিয়ে ভেঙে সিলেট-ঢাকা মহাসড়কে ছড়িয়ে দেন। এসময় তাদেরকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

একই সময়ে সিলেট-জকিগঞ্জ সড়কের মানিকপুর ও কাজলশাহ এলাকায় বিএনপি-জামায়াতের কয়েকজন নেতাকর্মী গাছ ফেলে ও শুকনো ডালে আগুন ধরিয়ে পিকেটিং করেন।


বিজ্ঞাপন


সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত নগরের নাইওরপুল থেকে কুমারপাড়া সড়কে পিকেটিংয়ের পাশাপাশি বিক্ষোভ মিছিল করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

Sylhetr

এসময় তারা ‘অবরোধ চলছে, চলবে’সহ নানা স্লোগান দেন। এছাড়া সিলেট নগরের খাদিমনগরে পিকেটাররা গাড়ি ভাঙচুর করতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

সিলেট-তামাবিল সড়কের জাফলং এলাকায়ও একটি অটোরিকশা ভঙচুর করেন পিকেটাররা।

দুপুর সাড়ে ১২টার দিকে নগরের কালীঘাটে প্রাণ কোম্পানির মালামাল নামিয়ে হবিগঞ্জের উদ্দেশে ফেরার পথে মেন্দিবাগ এলাকায় যুবদলের নেতাকর্মীরা প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানে ককটেল এবং ইট নিক্ষেপ করে। তাৎক্ষণিক জাতীয় সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং অবরোধকারীরা পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) সাদেক কাওছার দস্তগীর।

এদিকে রোববার সকালে নগরের কুমারগাও তেমুখী এলাকায় ঢাকা-সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে মিছিল সমাবেশ করে সিলেট মহানগর জামায়াত। পরে সড়কের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন তারা। এসময় সকালে নগরের সুবিদবাজার এলাকায় মিছিল ও পিকেটিং করেন মহানগর যুবদলের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর