সিলেটের দক্ষিণ সুরমায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রুমানা বেগম (২১) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার খসরু মিয়ার বাসা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
রুমানা বেগম (২১) সিলেটের ওসমানীনগর উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজ মিয়ার মেয়ে। তিনি ওই বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, রুমানা বেগম শনিবার রাতে মা-বোনের সঙ্গে ঝগড়া করেন। পরে তিনি তার শোবার কক্ষে ভিতর থেকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, এটি আত্মহত্যা। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস