বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাশকতার মামলায় যশোরে বিএনপির নেত্রী মুন্নী গ্রেফতার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুলকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৫ নভেম্বর) ভোর রাতে যশোর শহরের ঘোপ জেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও দুটি বিস্ফোরক মামলা আছে।


বিজ্ঞাপন


মুন্নী ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের প্রয়াত বিএনপি নেতা নাজমুল ইসলামের স্ত্রী।

এ বিষয়ে র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, সাবিরা সুলতানা মুন্নী নামে ঝিকরগাছা থানার একটি নাশকতা মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনি যশোর পৌরশহরের ঘোপ জেল রোড এলাকায় আত্মগোপন আছেন। রোববার ভোরে যশোর র‌্যাব ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে মুন্নীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, ৩১ অক্টোবর সাবিরা সুলতানা মুন্নীর নেতৃত্বে ৪০-৫০ জন দুষ্কৃতকারী নাশকতা সৃষ্টির উদ্দেশে যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর তিন রাস্তার মোড়ে (ট্রাক টার্মিনাল) ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনার পর ঝিকরগাছা থানায় মামলা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন