রাজবাড়ী জেলার কালুখালীতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে সাইফুজ্জামান খান আজম (৫৮) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
অ্যাডভোকেট সাইফুজ্জামান খান আজমের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ধুলিয়াট গ্রামে। তিনি রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মৌরাট ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
পাংশা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এস আসাদুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যায় অ্যাডভোকেট সাইফুজ্জামান খান আজম পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ধুলিয়াট গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের ভবানীপুরের বাসায় যাচ্ছিলেন।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর এলাকায় এলে তিনি অসুস্থ হয়ে কিংবা অন্য কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপরে পড়ে যান। হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পান তিনি।
বিজ্ঞাপন
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।অ্যাডভোকেট সাইফুজ্জামান খান আজমের মোটরসাইকেলটি অক্ষত রয়েছে। সেটি উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস