আজ শনিবার ঢাকায় আওয়ামী লীগের মহাসমাবেশে নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে লাখো নেতাকর্মী-সমর্থক যোগ দেবেন।
শুক্রবার (৩ নভেম্বর) স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন সংসদ সদস্য শামীম ওসমানও।
বিজ্ঞাপন
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ থেকে ৬টি বিশেষ ট্রেনের ট্রিপে, সকল বাস ও সিদ্ধিরগঞ্জের ট্রাকযোগে আমাদের নেতাকর্মীরা ঢাকায় যাবে। সোনারগাঁ থেকেও বিশাল অংশগ্রহণ থাকবে। নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী ঢল নামবে শনিবার। ৬০-৭০ হাজার নেতাকর্মী তো এমনিতে হয়। আমাদের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সমর্থক যাবে এদিন ঢাকায়।
জানা যায়, ঢাকা নারায়ণগঞ্জ ট্রেনের বিশেষ ৬টি ট্রিপে এদিন শামীম ওসমানের নেতাকর্মীরা ঢাকায় যাবেন। ঢাকা নারায়ণগঞ্জ রুটের সকল বাসে শহরের নেতাকর্মীরা ও সিদ্ধিরগঞ্জের ট্রাকগুলো নিয়ে নেতাকর্মীরা ঢাকায় যাবে। একই সঙ্গে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এদিন ঢাকায় যাবে শামীম ওসমানের নেতৃত্বে। সব মিলিয়ে লাখো নেতাকর্মী এদিন ঢাকায় সমাবেশে যাবে।
শনিবার (৪ নভেম্বর) রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের সমাবেশে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের যোগদান সহজ করতে ওইদিন ৪টি বিশেষের ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান তার নিজস্ব অর্থায়নে ৪টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও ৩১ অক্টোবর নম পার্কে প্রস্তুতি সভায় ট্রেনের বিষয়টি শামীম ওসমান তার বক্তব্যে বলেছিলেন।
বিজ্ঞাপন
খোকন সাহা বলেন, শনিবার আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে যোগদানের জন্য সংসদ সদস্য শামীম ওসমান নিজস্ব অর্থায়নে ৪টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন। ট্রেনে যাওয়া আসার যাবতীয় ব্যয়ভার তিনি নিজে বহন করবেন। ট্রেনসমূহ পর্যায়ক্রমে সকাল ১১টা হতে বেলা একটা পর্যন্ত নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে যাবে। এবং কমলাপুর সবাইকে নামিয়ে দিবে। ফিরতি ট্রেনের সময়সূচি শুক্রবার (৩ নভেম্বর) জানিয়ে দেওয়া হয়েছে। নেতৃবৃন্দকে দলীয় নেতাকর্মী সমর্থকসহ যথাসময়ে নারায়ণগঞ্জ /চাষাড়া /ফতুল্লা/ পাগলা রেল স্টেশনে উপস্থিত হয়ে ট্রেনযোগে সমাবেশে যোগদান করবে।
তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জ এবং মহানগরের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করা হয়েছে।
শামীম ওসমানের এই বার্তা দলীয় নেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে জানান খোকন সাহা।
প্রতিনিধি/এসএস