চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বসতঘরে ধাক্কা লেগে সোহেল রানা (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের রোয়াকুলি ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সোহেল রানা আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে সোহেল রানা খালি ট্রাকটি নিয়ে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে রোয়াকুলি এলাকায় পৌঁছালে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বসতবাড়িতে ঢুকে পড়ে। ওইসময় কংক্রিটের দেয়ালে ধাক্কা লাগায় ট্রাকচালক সোহেল গাড়ির ভেতরেই চাপা পড়েন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালক সোহেলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। একপর্যায়ে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিন আক্তার হীরা ঢাকা মেইলকে জানান, নিহত সোহেলের মাথায় গুরুতর আঘাত লেগেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পাই।
প্রতিনিধি/আইএইচ

