মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী আইসিটি মামলায় গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী আইসিটি মামলায় গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুনকে আইসিটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সাড়ে ১২টার দিকে ভোলাহাট কলেজ গেট থেকে তাকে গ্রেফতার করে ভোলাহাট থানা পুলিশ।


বিজ্ঞাপন


গত ১৫ আগস্ট উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব বাদী হয়ে ভোলাহাট থানায় আইসিটি আইনে মামলা দায়ের করেন।  

ওই মামলার মহিলা ভাইস চেয়ারম্যান জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহানাজ খাতুন ৫ নম্বর আসামি ছিলেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, শাহনাজ খাতুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ভোলাহাট থানায় মামলা থাকায় উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান নেতৃত্বে তাকে কলেজ গেট থেকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় শাহনাজকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর