মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেলের চাপায় শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

মোটরসাইকেলের চাপায় শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া নৌ ঘাটের জেটিতে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে মিথিলা দাশ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সকালে সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সন্দ্বীপ থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামে যাওয়ার জন্য পরিবারসহ জেটিতে এসেছিলেন শিশু মিথিলা। কাউন্টার থেকে টিকিট কেটে জেটিতে হাঁটাচলা করছিল। হঠাৎ করে একটি দ্রুতগামী মোটরসাইকেলের আওয়াজ শুনে ভয়ে রাস্তার অপর পাশে দৌড় দেয়। ওই সময় শিশুটি মাটিতে পড়ে গেলে মোটরসাইকেলটি তাকে চাপা দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সন্দ্বীপের স্বর্ণদ্বীপ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মোটরসাইকেলের চালককে আটকের চেষ্টা চলছে।

আরকে/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর