মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাজশাহীতে আ.লীগের শোডাউন

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

loading/img

বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপরাজনীতি ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে শান্তি ও উন্নয়নের সমাবেশ করেছে রাজশাহী মহানগর। আর আগে, দেশব্যাপী অবরোধের তৃতীয় দিনে রাজশাহীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে নগরীর বিনোদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে রাজপথে শোডাউন দিয়েছে আওয়ামী লীগ।


বিজ্ঞাপন


জানা গেছে, বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে নগরীর বিনোদপুর বাজার এলাকায় একদল তরুণ জড়ো হয়। এসময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেন। একপর্যায়ে রাজশাহী-ঢাকা মহাসড়কে বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটান তারা। তবে পুলিশ ঘটানাস্থলে উপস্থিত হওয়ার আগেই তারা পালিয়ে যান।

ওই বিস্ফোরক দ্রব্যটি ককটেল বলে ধারণা করছেন স্থানীয়রা। তারা বলেন, ওই তরুণরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ককটেল বিস্ফোরণের আগে বিনোদপুর বাজার এলাকায় তারা ঝটিকা মিছিলও করেছেন।
 
এদিন বেলা ১১টার দিকে নগরীর বিনোদপুর বাজার সংলগ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের ভেতরেও পৃথক বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য জাকির রেদোয়ান ও মহানগর ছাত্রদলের একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রিন্সকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ছাত্রলীগ তাদের মারধর করেছে বলে ছাত্রদল নেতাদের অভিযোগ। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে আহত অবস্থায় ছাত্রদলের এ দুই নেতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য (দপ্তর) নাফিউল ইসলাম জীবন বলেন,  অবরোধকে সমর্থন জানিয়ে আমরা ক্যাম্পাসে মিছিল করছিলাম। এমন সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ধাওয়া করে এবং আমাদের দুইজন নেতাকে ব্যাপক মারধর করে। এসময় তারা আমাদের ওই দুই নেতাকে ক্যাম্পাস থেকেও বের করে দেয়।

এ বিষয়ে রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে অরাজকতা করছিল ছাত্রদল। আজকেও তারা ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছিল। তখন আমাদের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে বের করে দেয়।


বিজ্ঞাপন


এদিকে, বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির বিপরীতে নগরীর শোডাউন দিয়েছে আওয়ামী লীগ। এদিন শান্তি ও উন্নয়ন সমাবেশও করেছে দলটি। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে একটি বিশাল মিছিল বের করে মহানগর আওয়ামী লীগ।

মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় শান্তি ও উন্নয়ন সমাবেশ। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সমাবেশ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমাজসেবী শাহীন আক্তার রেনীসহ আওয়ামী লীগের অন্যান্য সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ থেকে বিএনপি-জামায়াতের দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দেন ক্ষমতাসীন দলের নেতারা।

এ মিছিল ও সমাবেশে অন্যান্যের মাঝে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, সদস্য হাবিবুর রহমান বাবু, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে দুপুরেই পৃথক আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমারপাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় সেখানেও অনুষ্ঠিত হয় পৃথক সমাবেশে। এ সমোবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গ্রুপের নেতারা বক্তব্য রাখেন। তারাও বিএনপি-জামায়াতের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন।

এছাড়া বৃহস্পতিবার (২ নভেম্বর) অবরোধের তৃতীয় ও শেষ দিন নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, রেলগেট, ভদ্রা, তালাইমারী, বিনোদপুর, শিরোইল বাস টার্মিনাল, কোর্ট ও লক্ষীপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়ন করা হয়। ফলে স্বাভাবিক ছিল জনসাধারণের চলাচল। যদিও অবরোধের কারণে তৃতীয় দিনের মতো রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধই ছিল।

সার্বিক বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, আমরা সতর্ক অবস্থানে রয়েছি। শহরে কোনো নাশকতা হয়নি। তবে সকালে বিনোদপুর বাজার এলাকায় ছাত্রদল ছেলেপেলে ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হয়। কিন্তু তার আগেই ছাত্রদল নেতাকর্মীরা পালিয়ে যায়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর