বিএনপির চলমান অবরোধের সমর্থনে দ্বিতীয় দিনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে মশাল মিছিল করেছেন বিএনপির সমর্থকরা। মিছিল থেকে সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে নেতাকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় বিক্ষোভ করেন তারা।
বিজ্ঞাপন
পরে মিছিল থেকে সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে নেতা-কর্মীরা। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিয়ে বিক্ষোভ করে।
এতে নেতৃত্ব দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী। খবর পেয়ে দেবিদ্বার থানার পুলিশের টিম ঘটনাস্থলে গেলে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে জ্বালানো টায়ার সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ১ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। যতদিন এ দাবি বাস্তবায়ন না হবে এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক রাকিব হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান, পৌর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।
বিজ্ঞাপন
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, বিএনপির কিছু নেতাকর্মী রাস্তায় সহিংসতা করার চেষ্টা করেছিল। তবে তারা রাস্তায় এক মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে তারা দ্রুত পালিয়ে যায়। আমাদের কয়েকটি টিম মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছে। যারাই সড়ক অবরোধ করে রাখবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মানুষের জানমালের নিরাপত্তার জন্য সর্বত্রই পুলিশ মাঠে রয়েছে।
প্রতিনিধি/এসএস

