বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

দিরাইয়ে বজ্রপাতে ধান কাটার ২ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ০৭:৪৭ এএম

শেয়ার করুন:

দিরাইয়ে বজ্রপাতে ধান কাটার ২ শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের হাওরে বজ্রপাতে ধান কাটার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যার দিকে স্থানীয় দাভাঙ্গা হাওরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।


বিজ্ঞাপন


কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—ধীতপুর গ্রামের তেজেন্দ্র দাসের ছেলে রবীন্দ্র দাস (৫৫) ও কৃষ্ণ হরি দাসের ছেলে টিপু দাস( ২৫)

কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন জানান, শুক্রবার বিকেলে বৃষ্টির সময় খলায় স্তূপ করে রাখা ধান ঢাকতে ৮/১০ শ্রমিক কাজ করছিলেন। এসময় বজ্রপাতে রবীন্দ্র দাস ও টিপু দাসের মৃত্যু হয়। রাতেই তাদের লাশ সৎকার করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের মরদেহ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর