বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন এক হত্যা মামলার প্রধান আসামি।
সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
তিনি সিলেটের বিয়ানীবাজারের জয়নুল ইসলাম (৩৫) হত্যাকাণ্ডের প্রধান আসামি এনায়েত হোসেন (৩৮)।
এনায়েত বিয়ানীবাজারের ৫ নম্বর কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের আব্দুস শহিদের ছেলে। সে কাতার যাওয়ার পথে ইমিগ্রেশনে আটকা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার। পরে রাতেই তাকে বিয়ানীবাজার থানায় নিয়ে আসা হয় বলে জানান তিনি।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, এই মামলার ৭ আসামির মধ্যে ৪ আসামি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রধান আসামি যাতে কোনোভাবে দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন, সেজন্য আমরা সব বিমানবন্দরে জানিয়ে দেই। এনায়েত হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন দুপুরে বিয়ানীবাজারের ৫ নম্বর কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের আব্দুল মুহিত ও তার প্রতিবেশী আব্দুল জব্বারের জায়গার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আব্দুল জব্বারের নিকটাত্মীয়রা আব্দুল মুহিতের নিকটাত্মীয়দের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করেন এবং এনায়েত হোসেন দা দিয়ে আব্দুল মুহিতের নিকটাত্মীয় জয়নুল ইসলামকে উপর্যুপরি কুপিয়ে জখম করে।
এসময় জয়নুল ইসলামের ভাই তানভীর আহমদ সেলিম ও জখম হন। গুরুতর আহত অবস্থায় জয়নুল ইসলাম ও তার ভাই তানভীর আহমদ সেলিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জয়নুল ইসলাম (৩৫) মৃত্যুবরণ করেন।
জয়নুল ওই গ্রামের আব্দুল বারীর ছেলে। এ ঘটনায় ৩ জুন বিয়ানীবাজার থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
প্রতিনিধি/এসএস