শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাঙ্গাবালীতে বিএনপির সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপির সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার করেছেন রাঙ্গাবালী থানা পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) রাঙ্গাবালীর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেতাররা হলেন, উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের (দক্ষিণ) শাখার বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.সরোয়ার মীর (৩৮)। উপজেলা বিএনপি যুবদলের ছোটবাইশদিয়া ইউনিয়নের শাখার সাবেক আহ্বায়ক মো.বাহাউদ্দীন হাওলাদার (৪৮)। রাঙ্গাবালী সদর ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল হাওলাদার (৩৩)। উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক জাকির হাওলাদার। 

পুলিশ জানায়, কয়েকমাস আগের পটুয়াখালীর সদর থানার একটি ভাংচুর ও অরাজকতার অভিযোগের মামলা হয়েছে। সেই মামলার আসামি থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 

এ বিষয়ে রাঙ্গাবালী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, পটুয়াখালী সদর থানার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সদর থানায় প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন