নরসিংদীর শিবপুর থেকে অজ্ঞাত এক যুবকের (২০) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯) অক্টোবর সকাল সাড়ে এগারটায় উপজেলার দুলালপুর ইউনিয়নের সাতপাইকা গ্রামের সাতপাইকা পুর্বপাড়া পিয়ালের বাড়ির রাস্তার উত্তর পাশের ধানের জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
শিবপুর মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা ও ওয়ার্ড মেম্বার মোঙ্গল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোঙ্গল মিয়া জানান, সকাল সাড়ে দশটায় এলাকাবাসী সাতপাইকা গ্রামের সাতপাইকা পিয়ালের বাড়ির রাস্তার উত্তর পাশের ধানের জমিতে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে আমাদের জানায়। পরে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা ও শিবপুর মডেল থানায় খবর দেই। এলাকাবাসীর ধারণা গতকাল শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, কি কারণে এ হত্যাকাণ্ডটি হয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। রহস্য আমরা উদঘাটন করব এবং জড়িতদের আইনের আওতায় আনব।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস