বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে গাড়ি পোড়ানোর পর এবার সিএনজিতে আগুন দিল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img

বিএনপির ডাকা হরতালের মধ্যে মানিকগঞ্জে সকালে গাড়ি পোড়ানোর পর আবারও সিএনজিতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ অক্টোবর) দুপুরের দিকে মানিকগঞ্জ-ঝিটকা আঞ্চলিক সড়কের কুন্দুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মানিকগঞ্জের ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিএনজির চালক উজ্জল বলেন, বেলা ১২টার দিকে মানিকগঞ্জ শহর থেকে বাড়ির উদ্দেশে ঝিটকা যাচ্ছিলাম। এসময় পথিমধ্যে কুন্দুড়িয়া এলাকায় আসলে ৪-৫ জন  যুবক ছাত্রী সেজে সিএনজি থামাতে ইশারা করেন। আমি সিএনজি থামানোর সঙ্গে সঙ্গে আমাকে সিএনজি থেকে নামিয়ে গাড়িতে পেট্রোল ঢেলে দেয়। এরপরে আমার গায়েও পেট্রোল ঢালে। আমি তখন ভয়ে দৌড়িয়ে পালিয়ে যাই। কতদূর যাওয়ার পরে পেছন ফেরে দেখি আমার সিএনজিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আশপাশে কেউ নেই। তখন আবার সিএনজির কাছে আসি। এসময় তিনি কেঁদে কেঁদে বলেন, আমার একমাত্র উপার্জনের আয়ের উৎস চোখের সামনে পুড়ে শেষ হয়ে গেল। কিছুই করতে পারলাম না চেয়ে চেয়ে দেখলাম।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন বলে জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub