রাজশাহীর বাঘায় এক পুলিশ সার্জেন্টের প্রাইভেট কারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার আটঘরি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ক্ষতিগ্রস্ত ওই পুলিশ সার্জেন্টের নাম শহিদুজ্জামান রিপন। তিনি রাজশাহীতে কর্মরত। তবে প্রেষণে সারদা পুলিশ একাডেমিতে রয়েছেন তিনি।
শহিদুজ্জামান রিপন বলেন, আমার স্ত্রীর বড় বোনকে বাঘায় রাখতে যাচ্ছিলাম। প্রাইভেট কারটি ড্রাইভ করছিলাম আমি নিজেই। এদিন আটঘরি মোড় এলাকায় পৌঁছলে ১৫-২০ জন ব্যক্তি গাড়ির সামনে এসে গতিরোধ করে। এসময় প্রাইভেট কারের কাঁচে আঘাত করে তারা।
তিনি বলেন, দ্রুত আমরা গাড়ির ভেতর থেকে বেরিয়ে পড়ি। কিছুক্ষণ পর প্রাইভেট কারে অগ্নিসংযোগ করে ওই ১৫-২০ জন্য ব্যক্তি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ির আগুন নেভায়। ততক্ষণে পুড়ে যায় গাড়িটি।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের ব্যাপারে তাৎক্ষনিকভাবে তারা কিছু জানাতে পারেননি। বেলা সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করাও সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
এ ব্যাপারে বাঘা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। তবে আগুন নেভানোর আগেই প্রাইভেট কারটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে তা সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষনিক কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস