মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খুলনায় বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

খুলনায় বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলায় বাসের ধাক্কায় শাহ আলম (৫৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার বারাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলায়। খুলনা নগরীর খালিশপুর এলাকায় থাকতেন তিনি।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়রা জানান, সারাদিন ডিউটি শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে খুলনা ফিরছিলেন শাহ আলম। পথিমধ্যে বারাতিয়া এলাকায় পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) সেখ কনি মিয়া জানান, নিহত পুলিশ সদস্যের মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর