সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্রেতা টানতে সিলেটে দৃষ্টিনন্দন আলোকসজ্জা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

ক্রেতা টানতে সিলেটে দৃষ্টিনন্দন আলোকসজ্জা

ঈদ সমাগত। ঈদকে সামনে রেখে সিলেটের মার্কেটগুলোকে নানারকম আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। ক্রেতাকে বিনোদন দিয়ে কাছে টানতে মার্কেট কর্তৃপক্ষের এই দৃষ্টি নন্দন আয়োজন। 

নগর ঘুরে দেখা গেছে বন্দরবাজার, জিন্দাবাজার, নয়াসড়ক, কুমারপাড়া, আম্বরখানা, চৌহাট্টা ও নাইওরপুল এলাকার প্রধান প্রধান মার্কেট, সড়ক এবং বিপনীবিতানগুলো বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। আলোকসজ্জায় যেন শহরের অন্য রূপ ভেসে উঠেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে যেমন লাল-নীল বাতির বর্ণিল সাজ রয়েছে, তেমনি রয়েছে ঈদের শুভেচ্ছা বার্তা সম্বলিত বর্ণিল তোরণ।


বিজ্ঞাপন


আড়ং, মাহা, দেশি দশ বিপনীবিতানগুলোর পাশাপাশি, হাসান মার্কেট, মধুবন, লতিফসেন্টার, শুকরিয়া, লন্ডন ম্যানশন, ব্লু-ওয়াটার শপিং সিটি, সিটি সেন্টার, কাজি ম্যনশন, সিলেট মিলেনিয়ামসহ ছোট-বড় প্রায় সকল বিপনীবিতানগুলোতেই আলোকসজ্জা করা হয়েছে। 

মনোমুগ্ধকর আলোকসজ্জা দেখতে নগরময় ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। কেনাকাটা শেষ এমন মানুষও প্রতিদিন বিপনীবিতানের সামনে আড্ডায় মশগুল রয়েছেন। 

জিন্দাবাজার-চৌহাট্টার মাঝখানে সিলেটের প্রথম বহুতল ও বিলাশবহুল মার্কেট ‘আলহামরা’ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রতিবার ঈদ আসলে ক্রেতার আকর্ষণ বাড়াতে নানা আয়োজন থাকে এই মার্কেট কর্তৃপক্ষের। তারমধ্যে উল্লেখযোগ্য হলো দৃষ্টিনন্দন আলোকসজ্জা, কূপনে মোটরসাইকেল ও গাড়ি উপহার। এবার এই মার্কেটের সম্মুখভাগে উপর থেকে নিচ পর্যন্ত এক ব্যতিক্রমী আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। ছোটছোট এলইডি লাইটিংয়ের মাধ্যামে তৈরি ডিসপ্লেতে ক্রেতাকে স্বাগত জানানোর পাশাপাশি মার্কেটের বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। যা সিলেটের মানুষ আগে কখনও দেখেনি।

আলহামরা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক এম এ কায়ুইম ঢাকা মেইলকে জানান, ঈদ উপলক্ষ্যে মার্কেটের সামনের অংশের সৌন্দর্য বর্ধনে প্রায় কোটি টাকা বাজেট করা হয়েছে। এবারই আমরা আলোকসজ্জায় নতুনত্ব এনেছি। আমরা সব সময় চেয়েছি ব্যতিক্রম কিছু উপস্থাপন করতে। তিনি বলেন, রাতে শুধু আলোর ঝলকানি দেখতে মার্কেটের সামনে প্রচুর মানুষের সমাগম হয়। আলো-আঁধারির এই খেলা ঈদ পর্যন্ত চলবে বলে জানান এই ব্যবসায়ী নেতা। 


বিজ্ঞাপন


এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর