মৌলভীবাজারে রেললাইনের ওপর টায়ারে আগুন ধরিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে ট্রেন চালক ট্রেনটি থামিয়ে যাত্রীদের সহায়তায় জলন্ত টায়ার সরিয়ে ফেলেন। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওয়ানা হয়।
শনিবার (২৮ অক্টোবর) রাতে জেলার কুলাউড়া উপজেলার ছকাপন রেলস্টেশনের কাছে এ ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
কুলাউড়া জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে নয়টার দিকে ছকাপন রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে তা রেললাইনের ওপর ফেলে রাখে। ঠিক তখনই সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ঐ এলাকায় পৌঁছলে ট্রেনের চালক রেললাইনে আগুন দেখে ট্রেনটি থামিয়ে দেন। পরে চালকসহ কয়েকজন যাত্রী নেমে রেললাইন থেকে জলন্ত টায়ারটি সরিয়ে ফেলেন। এরপর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেয় বলে তিনি জানান।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।