বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাজশাহীতে ব্যবসায়ী পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজশাহীর দুর্গাপুরে এক ব্যবসায়ী পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত দু’প্তাহ ধরে তারা স্থানীয় বাজার ও মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না বলে অভিযোগ করেছে পরিবারটি। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীর নাম আব্দুল আজিজ সরকার। তার বাড়ি দুর্গাপুর উপজেলার ঝালুকা এলাকায়।


বিজ্ঞাপন


শনিবার (২৮ অক্টোবর) বিকেলে আব্দুল আজিজ সরকারের মেজো ছেলে আলমগীর হোসেন এ প্রতিবেদককে জানান, গত দুই সপ্তাহ ধরে তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। গ্রাম্য সালিশের মাধ্যমে তাদেরকে একঘরে করে রেখেছে প্রভাবশালীরা।

তিনি বলেন, আমরা বাজার করতে যেতে পারছি না, মসজিদে নামাজ পড়তেও যেতে পারছি না। আমার বড় ভাই জাহাঙ্গীর একটা কোচিং সেন্টার চালায়, ওই কোচিং সেন্টারও বন্ধ করে তালা মেরে দিয়েছে প্রভাবশালীরা।

আলমগীর হোসেনের অভিযোগ- বেলাল হোসেন, রুস্তম আলী, শাহজামাল হোসেন, সাহেব আলী, নওয়াব আলী ও সফুরসহ আরও কয়েকজন স্থানীয় প্রভাবশালী নেতৃত্ব দিয়ে তাদেরকে অবরুদ্ধ করেছে।

আলমগীর হোসেন বলেন, গ্রামে সরকারি খাস পুকুর সরকারের কাছ থেকে লিজ নিয়ে আমরা মাছ চাষ করতাম। সেখানে জোর করে দখল করে নেয় প্রভাবশালীরা। এখন আমাদেরকে নানারকম হুমকি-ধমকি দিচ্ছে তারা। আমি পোল্ট্রি ফিডের ব্যবসা করি, সেটাও করতে পারছি না এখন। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুর্গাপুর থানায় আমরা লিখিত অভিযোগ দিয়েছি।


বিজ্ঞাপন


এ বিষয়ে অভিযুক্তদের পক্ষে বেলাল হোসেন বলেন, এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ওরা সমাজেই চলাফেরা করছে, বাজার করছে, নামাজ পড়ছে। শুক্রবারে জুমার নামাজ মসজিদে পড়েছে এক সঙ্গে।

তিনি বলেন, আমরা গ্রামে মসজিদ ও গোরস্থানের উন্নয়নমূলক কাজ করার উদ্যোগ নিয়েছি। মসজিদ ও গোরস্থানের উন্নয়ন তো এলাকার সবার স্বার্থেই করতে হয়। সেটা নিয়েই বসেছিলাম। কিন্তু এটাতে জমিসংক্রান্ত বিষয়ে ওদের সঙ্গে একটু মতবিরোধ হয়েছে। সেজন্য এভাবে অভিযোগ দিয়ে বেড়াচ্ছে তারা। আমরা কাউকে অবরুদ্ধ করিনি।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নয়ন হোসেন বলেন, লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন