রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ফিল্ডেরহাট মোড়ে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক্টর ও ড্রাইভারকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর ফিল্ডেরহাট মোড়ে শিবগঞ্জগামী বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ট্রাক্টর ও ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর