সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন।
দুলাল মিয়া পুকিডহর গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে পুকিডহর গ্রামের প্রবাসী আরজু খান ও হোসেন খান সাজুর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হন।
গুরুতর আহতদের মধ্যে গুল আহমদ (৪৫), রুপ উদ্দিন (৪২), মিলাদ খানকে (২০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন দিরাই হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকিডহর গ্রামের মরহুম হাজী শুকুর খানের ছেলে আরজু খান এবং তাদের পরিবারের সবাই যুক্তরাজ্যে বসবাস করেন। প্রবাসী পরিবারের মালিকাধীন দিরাই উপজেলার পুকিডহর গ্রামের দু’টি বাড়ি ও দিরাই পৌর শহরে একটি বাসা হোসেন খান সাজু গং দখল করে রাখাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এরই জেরে বুধবার দু’পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় দুলাল মিয়া।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। নিহত দুলাল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও মামলা দায়ের হয়নি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস