বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

অসুস্থ হয়ে পড়েছিলেন অজ্ঞাত বৃদ্ধ, হাসপাতালে আনলেই মৃত্যু

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

অসুস্থ অবস্থায় রাস্তায় পড়েছিলেন এক অজ্ঞাত বৃদ্ধ। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তার মৃত্যু হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। তবে ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে শরীয়তপুরের গোসাইরহাটে এ ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, গোসাইরহাট পৌরসভার পট্টি ব্রিজ এলাকায় রাস্তার পাশে অসুস্থ ও মুমূর্ষ অবস্থায় পড়েছিলেন এক বৃদ্ধ। স্থানীয়রা তাকে বৃদ্ধকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তার মৃত্যু হয়েছে বলে জানায়।

স্থানীয় রাজিব নামের এক যুবক ঢাকা মেইলকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পট্টি ব্রিজ এলাকায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার দুই ঘণ্টার পরেই ওই বৃদ্ধর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে গোসাইরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক সোহেল বলেন, হাসপাতালে এক বৃদ্ধর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেছি। স্থানীয়রা পট্টি ব্রিজ সংলগ্ন মসজিদের পাশ থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিল। বৃদ্ধর পরিচয় শনাক্ত করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub