ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় শয়নকক্ষ থেকে লতা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভোলাপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম।
ওই গৃহবধূ ভোলাপাড়া গ্রামের বাপ্পীর স্ত্রী। এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর বাপ্পী ঢাকায় গার্মেন্টসের কাজের জন্য পাড়ি জমান।
লতার বাবা দুলাল হোসেন বলেন, পুর্ব ভোলাপাড়া আশ্রয়ণ প্রকল্পে আমার বাড়িতে কয়েকদিন আগে লতা মেহমান আসে। কাল রাতে সে অজ্ঞাত কারণে ঘরের তীরের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেয়। সকালে লোকজন ঘরের তীরের সঙ্গে লতাকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। লতার মৃত্যুতে আমাদের কারও প্রতি তার কোনো অভিযোগ নেই।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করি। পরিবারের কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মৃত্যু মামলা দায়ের করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস