বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

রামগড়ে ৪০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়ির রামগড় পৌরসভার দারোগা পাড়া এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় মদসহ একরাম হোসেনকে (২৩) গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ

গ্রেফতার একরাম হোসেন রামগড় পৌরসভার বল্টুরামটিলা এলাকার অস্থায়ী বাসিন্দা আবুল হোসেনের ছেলে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মহসিন মস্তোফাসহ সংঙ্গীয় পুলিশ ফোর্সের বিশেষ অভিযানে একরাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

রামগড় থানার এসআই মহসিন মস্তোফা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একরামুল হকের কাছ থেকে ৪০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর