সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে বৈরি আবহাওয়ার কারণে বরিশাল বিভাগের নদ-নদীতে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন


বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দরের কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল বিভাগের বরিশাল ও ভোলায় ঘূর্ণিঝড় হামুনের প্রভাবটা বেশি। তাই বরিশাল-ভোলাসহ বিভাগে সকাল সাড়ে ১০ টা থেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, পায়রা সমুদ্র বন্ধরে ৭ নম্বর বিপদ সংকেত ও বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে সকাল সাড়ে ১০টা থেকে বরিশাল নদী বন্দর থেকে সকল ধরণের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না ঘটলে এ নির্দেশনার কোনো পরিবর্তন ঘটবে না।

বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহম্মেদ হাওলাদার জানান, হামুনের তেমন প্রভাব নেই। তবে রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর