রাজশাহী নগরীতে আগরবাতির আগুন থেকে এক মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন ঘোড়ামারা সাগরপাড়া এলাকার মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীর মুদি দোকানে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, দোকান ঘরে আগরবাতি জ্বালিয়ে রেখে বাইরে যান দোকানি মিজানুর। আর আগরবাতির সেই আগুন পাশে থাকা দোকানের মালামালে স্পর্শ করে। মুহূর্তেই তা বড় আকার ধারণ করে এবং বিভিন্ন মালামাল পুড়ে যায়। ঘণ্টাখানেক পর ধোয়া বের হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পান এবং খবর দেন ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।
বিজ্ঞাপন
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) একেএম মুরশেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মূলত নাটোরের দায়িত্বে আছি। ভারপ্রাপ্ত দায়িত্ব হিসেবে আমাকে রাজশাহীর দায়িত্বে রাখা হয়েছে। শুনেছি রাজশাহী শহরে এক মুদি দোকানে ছোট একটা আগুন লেগেছে। তবে বিস্তারিত এ মুহূর্তে আমার জানা নেই।
এ ব্যাপারে সিনিয়র স্টেশন অফিসার মো. আবু সামার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জানতে চাইলে স্টেশন অফিসার একেএম লতিফুল বারী বলেন, ওখানে সিনিয়র স্যারের নেতৃত্বে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগরবাতির আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে শুনেছি।
প্রতিনিধি/ এজে