রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসল করতে নেমে সিয়াম হোসেন (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার (২২ অক্টোবর) দুপুর একটার দিকে উপজেলার গোকুলপুর তাহেরের ঘাট এলাকায় পদ্মায় গোসলে নেমে সে নিখোঁজ হয়। এ ঘটনায় তাকে উদ্ধারে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডুবুরি দল অভিযান চালায়। কিন্তু তাকে পাওয়া যায় নি।
নিখোঁজ সিয়াম বাঘা পৌরসভার কলিগ্রাম এলাকার মনোয়ার হোসেন পিন্টুর ছেলে ও কালিদাশখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
বিজ্ঞাপন
সিয়ামের বাবা মনোয়ার হোসেন পিন্টু বলেন, আমার ছেলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। পরে আমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেই। তারা এসে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও আমার ছেলেকে খুঁজে পায়নি।
এ বিষয়ে পাকুড়িয়া ইউয়িন পরিষদ চেয়ারম্যান মেরাজুল ইসলাম জানান, নিখোঁজের খবর শুনে ডুবুরি দলকে জানানো হয়। তারা দ্রুত এসে উদ্ধার অভিযান শুরু করলেও সিয়ামকে আর পাওয়া যায়নি।
এ ব্যাপারে উদ্ধার অভিযান চালনো ডুবুরি দলের প্রধান আব্দুল হালিম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। তবে কয়েক ঘণ্টার অভিযান শেষে সূর্য ডুবে যায়। আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যায় বন্ধ করা হয় উদ্ধার অভিযান।
প্রতিনিধি/ এজে