মাদক মামলার আসামির স্ত্রীর কাছে ৭ লাখ টাকা ঘুষ দাবির অডিও ফাঁস হওয়া রাজশাহীর চারঘাট মডেল থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমকে এবার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িকভাবে এ বরখাস্ত করা হয়। শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্স থেকে আদেশের এ প্রজ্ঞাপন রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসেছে।
রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাজশাহী জেলার চারঘাট মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ মাহবুবুল আলমকে বিভাগীয় নিয়ম শৃঙ্খলা পরিপন্থী ও অসদাচরণের দায়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২ (১) মোতাবেক এতদ্বারা চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।’
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ‘সাময়িক বরখাস্তকালীন তিনি ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা এর কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকী ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।’
এর আগে, গত সেপ্টেম্বরে তার ৬ মিনিট ৫৩ সেকেন্ডের একটি অডিও ফাঁস হলে তাকে থানা থেকে প্রত্যহার করে জেলা সংযুক্ত করা হয়। অডিওটি ওসির সঙ্গে কারাগারে থাকা এক বিক্রেতার স্ত্রী সাহারা বেগমের কথোপকথন। থানা কম্পাউন্ডে নিজের বিশ্রামকক্ষে ওই নারীর সঙ্গে মুখোমুখি আলাপ করেন ওসি। ১৬ সেপ্টেম্বর ওই নারী ওসি মাহবুব, ডিবির পরিদর্শক আতিকুর রেজা সরকারসহ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। সঙ্গে কথোপকথনের রেকর্ডটি জুড়ে দেন।
তবে ওই সময় অভিযোগের বিষয়ে ওসি মাহবুবুল আলম বলেন, ‘আমার কাছেও অডিওটা এসেছে। কিন্তু কীভাবে হয়েছে আমি জানি না। এর বেশি কিছু বলা সম্ভব নয়।’ গত ১৬ সেপ্টেম্বর চারঘাট মডেল থানা থেকে প্রত্যাহার হয়ে রাজশাহী পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন ওসি মাহবুবুল আলম। তার বাসা নাটোরের গুরুদাসপুরে।
এর পরদিন ১৭ সেপ্টেম্বর ঘটনা তদন্তে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠন করা হয় তিন সদস্যের একটি কমিটি। তদন্তে ঘটনার সত্যতা মেলে। গত ২ অক্টোবর তদন্ত কমিটি এসপির কাছে প্রতিবেদন জমা দেয়। এরপর সেই তদন্ত প্রতিবেদন রাজশাহী রেঞ্জের ডিআইজির দপ্তরে পাঠিয়ে দেন জেলা পুলিশ সুপার। পরে রেঞ্জ ডিআইজি তা পুলিশ সদর দফতরে পাঠান। তারই পরিপ্রেক্ষিতে সবশেষ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আইজিপি স্বাক্ষরিত আদেশে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো মাহবুবুল আলমকে।
বিজ্ঞাপন
এ বিষয়ে রাজশাহী জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম বলেন, পুলিশ হেডকোয়াটার্স থেকে আদেশের আমরা পেয়েছি। অবিলম্বে তা কার্যকর করা হবে।
প্রতিনিধি/ এজে