ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে আবির (৫) ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহম্মেদ ঢাকা মেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সকলের অগোচরে আবির সকাল ১০টার দিকে বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ তার পরিবার তাকে কোথাও খুঁজে না পেয়ে পুকুরে গেলে আবিরের লাশ পানিতে ভাসতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এইউ