মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফিলিস্তিনে সহিংসতা বন্ধে সিলেটে বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

ইসরাইল কর্তৃক অবৈধভাবে ফিলিস্তিনের মুসলমানদের বাড়িঘর দখল করে তাদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাটে উপজেলার সালুটিকর এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এ সমাবেশে বক্তব্য রাখেন- জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামীম রফীক আহমদ মহল্লী, শায়খুল হাদীস মাওঃ আতাউর রহমান, সাবেক ইউ/পি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, সালুটিকর বাজার জামে মসজিদের সভাপতি হাজী আব্দুস ছোবহান, সালুটিকর সিএনজি ষ্টপিজ সেক্রেটারী জাকির হুসাইন, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল উদ্দিন, সালুটিকর উলামা পরিষদ সভাপতি মাওঃ ইবরাহীম, জামিয়া দারুস সালাম দারুল হাদীস মাদরাসার শিক্ষা সচিব মাওঃ আইয়ুব, পিয়াইনগুল জামেয়ার প্রিন্সিপাল আসাদুজ্জামান, শিক্ষক আব্দুল মালেক, নুর উদ্দীন, নোওয়াগাঁও মাদরাসার মুহতামিম মাওঃ নেছার আহমদ, সালুটিকর বাজার মসজিদের ইমাম মাওঃ আব্দুর রব, সালুটিকর বাজারের ব্যবসায়ী জহুর উদ্দীন, মানাউরা মাদরাসার মুহতামিম মাওঃ কুতুব উদ্দিন, মিত্রি মহল আল মদীনা একাডেমির শিক্ষা সচিব মাওঃ বিলাল উদ্দীন, রাণীগঞ্জ দারুস সুন্নাহ মাদরাসার নাইবে মুহতামিম মাওঃ তৈয়বুর রহমান, বহর মাদরাসার নাইবে মুহতামিম মাওঃ ইমাম উদ্দিন, সালুটিকর হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাঃ মুহি উদ্দিন, সালুটিকর মারকাজুল উলুমের পরিচালক হাঃ আনোয়ার, মাওঃ আলী হুসাইন, হাঃ আতিকুর রহমান ইমরান, হাঃ জাকারিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, যুগ যুগ ধরে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর বর্বর নির্যাতন, অবৈধভাবে তাদের বাড়িঘর দখল করে ফিলিস্তিনি নিরীহ মুসলমানদেরকে অন্যায় ভাবে তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব হরণ করে রেখেছে। মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আল্ আকসা বায়তুল মুকাদ্দাস সহ আল্লাহর ঘরের প্রতি প্রতিনিয়ত অপমান করে যাচ্ছে। 
মজলুম ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব মুসলমান‌ রাষ্ট্র প্রধান ও রাষ্ট্র সমূহকে পাশে দাঁড়ানোর আহ্বান রইল। জাতিসংঘসহ মানবতাবাদী সকল আন্তর্জাতিক সংস্থাকে ফিলিস্তিনের পক্ষে এগিয়ে আসা সময়ের দাবি বলেও জানান তারা।

পথ সভা শেষে বিশ্ব মুসলমানদের শান্তি ও কল্যাণ কামনা করে আল্লাহ পাকের সাহায্য কামনা করি বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর