ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকি গ্রামের বাসিন্দা ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ভূঁইয়া (৯৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ অক্টোবর) সকালে মারা যান।
বিজ্ঞাপন
মিয়া মতিন আওয়ামী লীগেরও নেতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবিত থাকাকালীন তিনি একাধিকবার ভাষা সৈনিক হিসেবে সম্মাননা পান।
জানা গেছে, মিয়া আব্দুল মতিন তখন আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র থাকার সময় ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে জেল খাটেন। ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি তাকে নিজ বাড়ি থেকে আটক করার পর তিনি দুই মাস জেল খাটেন।
টিবি

