বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ১২:২৪ এএম

শেয়ার করুন:

সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট সংলগ্ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত হেলু মিয়া (৪৫) লক্ষণাবন্দ ইউনিয়নের মোল্লা টিকর গ্রামের জাবিদ আলীর পুত্র।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে একটি মোটরসাইকেল লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট সংলগ্ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে হেলু মিয়াকে ধাক্কা দেয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর