মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারুন মিয়া (৫৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার মোগলাবাজারের পানিগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


হারুন মিয়া মোগলাবাজার থানার উলালমহল গ্রামের মৃত আত্তর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন জানান, হারুন মিয়া পানিগাঁওয়ের মশকুর আহমদ নামের একজনের ঘরে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি এস. এম মাইন উদ্দিন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর