বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে নৌ পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর দেড়শ জেলের একসঙ্গে হামলা চালানোর অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এম.এম. পারভেজ।
বিজ্ঞাপন
বরিশাল জেলার হিজলা উপজেলায় গৌরাব্দি ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীর জানপুর ও খালিশপুর অংশে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে।
ঘটনার পর ওইদিনই ১২ জেলেকে আটক করে হিজলা নৌ থানায় দেড়শ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এম.এম. পারভেজ জানান, প্রধান প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার করছিলেন জেলেরা। বিষয়টি জানতে পেরে খালিশপুরের অংশে অভিযানে গেলে আকস্মিক অভিযানিক দলের ওপর হামলা চালায় তারা। এসময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এছাড়াও নৌকায় থাকা লাঠি দিয়ে মশাল বানিয়ে আমাদের বোটকে লক্ষ্য করে ছুড়ে মারে। হামলায় আমাদের মাঝি-শ্রমিকসহ কয়েকজন জেলেদের হামলায় আহত হয়েছেন।
হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জেলেরা অভিযানিক দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলেও ধাওয়া খেয়ে তারা পালিয়ে যান। এ ঘটনায় অভিযানিক দলে থাকা নৌ পুলিশের কেউ আহত হয়নি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস